হযরত শাহজালাল ও শাহপরান (র:) এর স্মৃতিবিজড়িত পূণ্যভূমি সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরমা নদীর কোল ঘেষে গাছবাড়ি আইডিয়্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত শিক্ষার আলো ছড়াচ্ছে অত্র এলাকার জ্ঞানপিপাসু ‍শিক্ষার্থীদের মাঝে। একাদশ শ্রেণির বিজ্ঞান ও মানবিক শাখা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পাশাপাশি স্নাতক পাস কোর্সে (বিএ ও বিএসএস) অধ্যয়ন করছে এক ঝাক মেধাবী শিক্ষার্থী যার স্বাক্ষর রেখে যাচ্ছে প্রতি বছর অভাবনীয় ফলাফল অর্জনের মাধ্যমে। এমন একটি সময় ছিলো যখন এই এলাকার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য জেলা সদরের কোন প্রতিষ্ঠানে যাওয়া ছাড়া কোন উপায় ছিল না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে উচ্চ শিক্ষার সপ্ন প্রায় অধরাই  রয়ে যেত। গাছবাড়ি আইডিয়্যাল কলেজ স্নাতক (পাস) কোর্স চালুর মাধ্যমে অত্র এলাকার শিক্ষার্থীদের অধরা সপ্ন পূরনে এক মাইল ফলক রচনা করেছে। ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে গাছবাড়ি আইডিয়্যাল কলেজ স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে। শিক্ষার্থীদের যাবতীয় ফি, ভর্তি ও  অন্যান্য যাবতীয় কার্যক্রম অনলাইনে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, রয়েছে অত্যাধুনিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব যেখানে শিক্ষার্থীরা পাচ্ছে আগামী দিনের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার হাতেখড়ি। সমৃদ্ধ লাইব্রেরী ও বিজ্ঞানাগার শিক্ষার্থীর মেধা বিকাশে অনন্য ভুমিকা রাখছে যা আগামী প্রজন্মকে সমৃদ্ধ জাতির কান্ডারী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। সর্বোপরি একঝাক তরুন উদ্যোমী  ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর পরিচর্চায় আপনার সন্তানের উজ্জল ভবিষ্যত গঠনের লক্ষ্যে গাছবাড়ি আইডিয়্যাল কলেজ বদ্ধ পরিকর।

পাঠদানের তথ্য

পাঠদানের অনুমতি (একাদশ)
বিভাগ তারিখ
মানবিক ১৪/১১/১৯৯৪ খ্রি.
বিজ্ঞান ০৯/০৮/২০০২ খ্রি.
ব্যবসায় শিক্ষা ২৬/১১/২০১৯ খ্রি.
স্বীকৃতি (একাদশ)
বিভাগ তারিখ
মানবিক ও বিজ্ঞান ৩০/০৬/২০২৩ খ্রি. পর্যন্ত
স্নাতক পাস (বিএ ও বিএসএস)
১ম সাময়িক অধিভূক্তি (২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে) ২৩/০২/২০১৫ খ্রি.
অধিভূক্তি (২০২৩-২০২৪ খ্রি. পর্যন্ত) ২৮/০৬/২০২১ খ্রি.